চাঁদপুর জেলার ৮টি উপজেলার দায়িত্বরত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিরাপত্তায় আনসার সদস্য নিয়োজিত করা হয়েছে।
৪ সেপেটম্বর শুক্রবার রাত থেকে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে ৪ জন করে সশস্ত্র আনসার মোতায়েন করা হয়েছে। পরবর্তীতে আনসার সদস্যরা ইউএনওদের নিরাপত্তায় কার্যালয়েও দায়িত্ব পালন করবেন।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে নিয়োজিত আনসার ও ভিডিপির (এপিসি) এরশাদ জানান, আমরা নির্দেশনা পাওয়ার পর থেকেই দায়িত্ব পালন শুরু করেছি। ইউএনও এর বাসভবনসহ আশপাশে আমাদের কড়া নজর থাকবে।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা চাঁদপুর টাইমসকে জানান,শুক্রবার রাত থেকে সশস্ত্র আনসার মোতায়েন করা হয়েছে। তবে পরবর্তীতে আরো ৬ জন আনসার সদস্য মোতায়েন করা হবে। সব মিলিয়ে সারাদেশে প্রতিটি নির্বাহী কর্মকর্তার বাসভবনে ১০ জন করে আনসার নিয়োজিত থাকবেন।
প্রতিবেদক:শরীফুল ইসলাম,৫ সেপেটম্বর ২০২০