Home / শীর্ষ সংবাদ / চাঁদপুর জেলায় আরো দুজনের করোনাভাইরাস শনাক্ত
আইসোলেশনে

চাঁদপুর জেলায় আরো দুজনের করোনাভাইরাস শনাক্ত

চাঁদপুর জেলায় করোনাভাইরাস সংক্রমণে কোভিড-১৯ রোগে আক্রান্ত আরো ২জন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুর জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১২। ২০ এপ্রিল সোমবার সকালে চাঁদপুরের সিভিল সার্জন অফিসে তাদের রিপোর্ট আসে।

নতুন করে আক্রান্তরা হলেন চাঁদপুর সদরের কামরাঙ্গা এলাকায় করোনায় মারা যাওয়া ব্যক্তির শ্বশুর এবং ঢাকা ফেরত হাইমচরের নীলকমল ইউনিয়নের ১২ বছর বয়সী এক কন্যা শিশু। এ নিয়ে চাঁদপুর সিভিল সার্জন অফিসের হিসেবে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২। এর মধ্য ১জন মৃত ও ১জন করোনামুক্ত হয়েছেন। বাকী ১০জন বর্তমানে চিকিৎসাধীন।

এদিকে কোভিড-১৯ হেল্পলাইন, ইউএইচএফপিও, চাঁদপুর সূত্রে জানা যায়, জেলায় সোমবার ২৫ টি টেস্টের রিপোর্ট এসেছে এরমধ্যে ।২ টি পজিটিভ। বাকী ২৩জনের রিপোর্ট করোনা নেগেটিভ। অর্থাৎ তারা করোনায় আক্রান্ত নন।

এ নিয়ে চাঁদপুর সিভিল সার্জন অফিসের হিসেবে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২। এর মধ্য ১জন মৃত ও ১জন করোনামুক্ত হয়েছেন। বাকী ১০জন বর্তমানে চিকিৎসাধীন। সোমবার সকালে মোট ২৫জনের রিপোর্ট আসে।

সূত্র আরো জানায়, এখনো ২৫জনের রিপোর্ট অপেক্ষমান রয়েছে। বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ১২৬৩জন, আইসোলেশনে আছেন ৪জন। এছাড়া মতলব উত্তরের ৩জন করোনায় আক্রান্ত হিসেবে ঢাকা ও নারায়ণগঞ্জে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১জন মারা গেছেন ও ২জন চিকিৎসাধীন বলে জানা গেছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৯২ জন। এ নিয়ে দেশে করোনায় মোট ১০১ জনের মৃত্যু ও ২ হাজার ৯৪৮ জন আক্রান্ত হলেন।

এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন আরও ১০ জন। এ নিয়ে মোট ৮৫ জন করোনা রোগী সুস্থ হলেন।

সোমবার বেলা আড়াইটার পর অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

স্টাফ করেসপন্ডেন্ট, ২০ এপ্রিল ২০২০