Home / চাঁদপুর / চাঁদপুর জেলায় আরো ৫০ জনের করোনা শনাক্ত
৫০ জনের করোনা

চাঁদপুর জেলায় আরো ৫০ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে আরো ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে সোমবার। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

নতুন শনাক্তদের মধ্যে চাঁদপুরর সদরের ৩৪জন, মতলব উত্তরের ৬জন, মতলব দক্ষিণের ৪জন, হাজীগঞ্জের ২জন, ফরিদগঞ্জের ২জন, শাহরাস্তির ১জন, কচুয়ার ১জন রয়েছেন।

এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬১৪জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৪৬জন।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, সোমবার সকালে ঢাকা থেকে মোট ৩৩৫জনের নমুনা টেস্টের রিপোর্ট আসে। এর মধ্যে ৫০জন পজেটিভ। বাকী ২৮৫জনের রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৬১৪ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৫২ জন, মতলব দক্ষিণে ৭৪ জন, হাজীগঞ্জে ৬৬ জন, শাহরাস্তিতে ৬৪ জন, ফরিদগঞ্জে ৬৩ জন, হাইমচরে ৩৩ জন, মতলব উত্তরে ৩৩ জন ও কচুয়ায় ২৯ জন।

জেলায় মোট ৪৬ জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : হাজীগঞ্জে ১৪ জন, চাঁদপুর সদরে ১২ জন, ফরিদগঞ্জে ৬ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৪ জন, শাহরাস্তিতে ৩ জন ও মতলব দক্ষিণে ২ জন।

করেসপন্ডেন্ট, ২১ জুন ২০২০