চাঁদপুর জেলায় আরো ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই মতলব উত্তর উপজেলার। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫৮ জন। আর মৃতের সংখ্যা ২০ জন অপরিবর্তিত রয়েছে।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ জানা গেছে। সূত্র জানায়, ৫ জুন শুক্রবার সকালে ৫৪টি রিপোার্ট আসে। এর মধ্যে ৩টি করোনা পজেটিভ। বাকীগুলো নেগেটিভ।
সূত্র মতে, চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৫৮জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১২৯জন, ফরিদগঞ্জে ৪১জন, হাজীগঞ্জে ১৯জন, শাহরাস্তিতে ১৯জন, কচুয়ায় ১৬জন, মতলব উত্তরে ১৬জন, মতলব দক্ষিণে ১৩জন ও হাইমচরে ৫জন।
এছাড়া জেলায় মোট ২০জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৬জন, কচুয়ায় ৪জন, ফরিদগঞ্জে ৪জন, হাজীগঞ্জে ৩জন, মতলব উত্তরে ২জন ও শাহরাস্তিতে ১জন।
করেসপন্ডেন্ট, ৫ জুন ২০২০