চাঁদপুর

চাঁদপুর জেলার ব্যাংকগুলোর বৈদেশিক রেমিটেন্স অর্জন ৫৬৯ কোটি টাকা

‎Monday, ‎May ‎11, ‎2015  08:26:53 PM

আবদুল গনি, চাঁদপুর :

চাঁদপুর জেলার ব্যাংকগুলোর গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বৈদেশিক রেমিটেন্স অর্জন ৫৬৯ কোটি টাকা। চাঁদপুর জেলা বিভিন্ন উপজেলার প্রবাসীরা নিজ নিজ কর্মস্থান যোগে ওই অর্থ অনলাইন ব্যাংকিংএর মাধ্যমে জেলার সোনালী, অগ্রণী, জনতা ও কৃষি ব্যাংকের ৮১টি শাখার মাধ্যমে ওই অর্থ এসেছে।

প্রবাসীরা বিভিন্ন অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে পাঠানো মাত্রই সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো তার গ্রাহককে অর্থ প্রদান করে থাকে।

সংশ্লিষ্ট ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের দেয়া তথ্য মতে জনতা ব্যাংকের ১৭টি শাখায় ১৯৯ কোটি ৬১ লাখ টাকা, অগ্রণী ব্যাংকের ১৭টি শাখায় ২৪৩ কোটি ১৪ লাখ টাকা, সোনালী ব্যাংকের ২০টি শাখায় ৩১ কোটি টাকা এবং কৃষি ব্যাংকের ২৮টি শাখায় ৯৬ কোটি টাকা বৈদেশিক রেমিটেন্স এসেছে। অগ্রণী ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা জানান, একজন প্রবাসী অর্থ অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে পাঠানোর সংশ্লিষ্ট গ্রাহক ওই অর্থ সাথে সাথে উত্তোলন করতে পারে এবং ব্যাংক শাখা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। বেসরকারি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয় না থাকায় রেমিটেন্সের এ তথ্য সংগ্রহ করা সম্ভব হয় নি।

চাঁদপুর টাইমস/ এজি/এএস/এমআরআর/২০১৫

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Share