‘পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যৎ’ এই স্লোগানে কচুয়ায় জাতীয় স্যানিটেশন মাস বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও আলোচনার সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এবং বেসরকারি সংস্থা ব্রাকের সার্বিক সহযোগিতায় র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের হাত ধোয়ার মধ্যে দিয়ে স্যানিটেশন মাস ২০১৭ পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. কামরুজ্জামান, ব্রাক ওয়াসের কচুয়া শাখার কর্মসূচি সংগঠক পলাশ বড়ুয়া, মাঠ কর্মী আনোয়ার হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার, সাধারণ সম্পাদক মানিক ভৌমিক, কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর তালুকদার প্রমুখ।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, কচুয়া
: আপডেট, বাংলাদেশ ৮ : ৫০ পিএম, ২৬ অক্টোবর, ২০১৭ বৃহস্পতিবার
এইউ