ভবিষ্যতের চিকিৎসকদের চিকিৎসা সেবার পথনির্দেশ দিতে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হলো আবর্তনমূলক শিক্ষানবিশ কর্মসূচির (ইন্টার্নশিপ প্রোগ্রাম) পরিচিতিমূলক পাঠক্রম (ইনডাকশন কোর্স)। এটি চাঁদপুর মেডিকেল কলেজের সদ্য পাশ করা শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক এক বছর মেয়াদী প্রশিক্ষণের সূচনা।
১৩ অক্টোবর, রোববার সকালে হাসপাতালের সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভা প্রধানের বক্তব্য রাখেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমান।
এসময় তিনি শিক্ষানবিশ চিকিৎসকদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি চিকিৎসকদেরকে চিকিৎসা-সংক্রান্ত দক্ষতা অর্জনের পাশাপাশি রোগীদের প্রতি সহানুভূতিশীল ও মানবিক হওয়ার ওপর জোর দেন।
ডা. এ কে এম মাহাবুবুর রহমান বলেন, এই শিক্ষানবিশকাল আপনাদের পেশাগত জীবনের সবচেয়ে কঠিন কিন্তু মূল্যবান অধ্যায়। এই এক বছরে আপনারা হাতে-কলমে শিখবেন কিভাবে জটিল পরিস্থিতি সামাল দিতে হয়। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, পেশাদারিত্বের পাশাপাশি আপনাদের প্রধান কাজ হবে রোগীর প্রতি সর্বোচ্চ মানবিকতা দেখানো এবং নিষ্ঠার সাথে দেশের মানুষের সেবা করা।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ আহমদে কাজলের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেলা নাজনীন, ডক্টর এসোসিয়েশন অব ড্যাব চাঁদপুর জেলা শাখার আহবায়ক, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোবারক হোসেন চৌধুরী, চাঁদপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডা. জাহাঙ্গীর আলম, ডক্টর এসোসিয়েশন অব ড্যাব চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. মাহাবুবুল আলম, চাঁদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. হারুন অর রশিদ, প্রবীন চিকিৎসক ডা. এম এ গফুর, হাসপাসপাতালের, সিনিয়র কনসালটেন্ট (ক্যার্ডিওলজি) ডা. মুনতাকিম হায়দার রুমি।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান (সার্জারি) ডা. হাসানুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সোহেল, সহকারী অধ্যাপক ডা. নোমান হোসেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. আব্দুল আজিজ মিয়া, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. সোহেল আহমেদ, জুনিয়র কনসালটেন্ট ডা. আসিফ ইকবাল, জুনিয়র জনসালটেন্ট (সার্জারি) ডা. নুরে আলম মজুমদার, সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) ডা. জি এম ফারুক সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসকবৃন্দ ও শিক্ষানবিশ চিকিৎসকরা।
নতুন শিক্ষানবিশ চিকিৎসকরাও এই পরিচিতি সভা থেকে তাদের কর্তব্য এবং দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করেন এবং সফলভাবে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিবেদক:কবির হোসেন মিজি/
১৩ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur