চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের ৩৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি পালন করেছে। সোমবার (৩০ মে) সকালে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিবসের কর্মকান্ড শুরু হয়।
বিকেলে জেলা বিএনপরি কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্ল্যা সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মনির চৌধুরীরর পরিচালণায় বক্তারা বলেন, জিয়াউর রহমানকে একদিন যারা হত্যা করেছিলো তারাই আজ গণতন্ত্রকে হত্যা করছে। জিয়াউর রহমানের ক্ষমতার বলে সন্ত্রাস বিরোধী আইন করা হয়েছিলো। সে জন্যে দল মতো নির্বিশেষে জিয়াউর রহমানকে শ্রদ্ধা করে। বর্তমান সরকার জিয়াউর রহমানকে রাষ্ট্রীয় ভাবে স্বাধনীতনার ঘোষক হিসেবে স্বীকৃতি দিতে চাইছে না। জিয়াউর রহমান মানেই দেশের উন্নয়ন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে লাল সবুজ পতাকা এনেছে। সাত নভেম্বর জাতীয় বিল্পব সংহতির ডাক দিয়ে সিপাহী জনতাকে একত্রিত করেছিলেন।
এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শফি উদ্দিন আহমেদ, আব্দুল হামিদ মাস্টার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টু, জেলা যুব দলের সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, শহর বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাড. হারুন অর রশিদ, শহর যুবদলের আহ্বায়ক আবদুল কাদের বেপারী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মীর আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আহমেদ বাহার, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন প্রমুখ।
সভা শেষে মিলাদ মাহফিলের তবারুক বিতরণ করা হয়।
]শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৪০ পিএম, ৩০ মে ২০১৬, সোমবার
ডিএইচ