বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে জেলা কর্মপরিষদ সদস্যদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১ জুন রোববার বিকেল সাড়ে ৫ টায় চাঁদপুর জেলা জামায়াতের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ৎ
বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাবেক ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে শুকরিয়া আদায় করা হয়।
জেলা আমীর বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমানিত হয়েছে ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলা দিয়ে জামায়াতের নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং করেছে। আদিপত্যবাদী শক্তির নির্দেশে আওয়ামীলীগ সরকারের এসব জঘন্য কর্মকাণ্ড জাতি ঘৃনাভরে প্রত্যাখান করেছে।
সভায় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর এড: মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারী এডভোকেট মো: শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারী মাওলানা আবুল হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদসহ অন্যান্য সদস্যবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক, ১ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur