দীর্ঘ ২০ বছর পর আগামি ১১ জুন চাঁদপুর জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে।
সম্মেলন সফল করতে শুক্রবার সকালে শহরের চেয়ারম্যান ঘাটে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আবদুল লতিফের চেম্বারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও দলের প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমরান হোসেন মিয়া জানান, সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন তারা। সম্মেলনের স্থান এখনো চূড়ান্ত হয়নি। তবে হাসান আলী হাইস্কুল মাঠ অথবা জেলা শিল্পকলা একাডেমিতে হতে পারে।
তিনি আরও জানান, সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি ও মহাসচিব মো. মজিবুল হক চুন্নুসহ পার্টির বেশ কয়জন সংসদ সদস্য এবং অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।
স্টাফ করেসপন্ডেট, ১৩ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur