চাঁদপুর জম্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে শোভাযাত্রা 

আনন্দঘন পরিবেশে বর্নাঢ্য সাজসজ্জায় চাঁদপুরে জম্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে চাঁদপুরে শোভাযাত্রা বের করা হয়েছে।

বিকেলের বৈরী আবহাওয়ার মধ্যে দিয়ে চাঁদপুর জন্মাষ্টমী উদযাপন পরিষদ ব্যাপকভাবে চাঁদপুর শহরে জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা বের করে। 

 ৬ সেপ্টেম্বর বুধবার বিকাল সাড়ে ৪ টায় নতুন বাজার শ্রী শ্রী গোপাল জিউর আখড়া মন্দির প্রাঙ্গণ থেকে এই আনন্দ শোভাযাত্রা বের করা হয়। তাতে শহরের পুরান বাজার দাস পাড়া জন্মাষ্টমী উদযাপন পরিষদ, স্বর্ণ শিল্পী পূজা উদযাপন পরিষদ, আন্তর্জাতিক বলদেব সংঘ, হিন্দু যুব মহাজোটসহ বিভিন্ন সতনাতনি সংগঠন এ শোভা যাত্রায় বৃষ্টিতে ভিজে অংশগ্রহণ করে। শোভাযাত্রা নেতৃত্ব দেন চাঁদপুর জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক অজয় কুমার ভৌমিক, সদস্য সচিব মধুসূদন পোদ্দার, মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি সাহা, প্রফেসর রঞ্জিত কুমার বনিক, গোবিন্দ গোপ,তপন সরকার, সমীরন ভঞ্জ, উৎপল দে, কিশোর কুমার সংকর, গোবিন্দ সাহা, সংগ্রাম চন্দ্র,অভিজিৎ সাহা,  বাপি পাল, চির রঞ্জন রায়, প্রবীর পোদ্দার, সঞ্জীব পোদ্দারসহ আরো অনেক। 

সকালে গোপাল জিউর আখড়া মন্দিরে শিশু কিশোরদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে সন্ধ্যায় আলোচনা আলোচনা সভা ও রাতে বাউল গানের আসর অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,৬ সেপ্টেম্বর ২০২৩

Share