চাঁদপুর

চাঁদপুর জমিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুতিসভা

দৈনিক চাঁদপুরজমিন-এর ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে চূড়ান্ত প্রস্তুতিমূলক সভা শুক্রবার (২৯ এপ্রিল) বাদ আছর চাঁদপুর সদরের বাগাদী-নানুপুর চৌরাস্তা মোড় চাঁদপুরজমিন টাওয়ারে পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এবং নির্দেশনামূলক বক্তব্য রাখেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মোঃ রোকনুজ্জামান রোকন।
ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার যুগ্ম সম্পাদক এম.আই. মমিন খান, হাইমচর উপজেলা ইনচার্জ মাহবুবুল আলম বাসার।
শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মফস্বল সম্পাদক এম.এম. কামাল।
উপস্থিত ছিলেন সহকারী সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, সিনিয়র স্টাফ রিপোর্টার মনীর হোসেন সজিব, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি মাছুম তালুকদার, শহর প্রতিনিধি পারভেজ রহমান ও ইমাম হোসেন গাজী।
আগামী ১৬ মে দৈনিক চাঁদপুরজমিন পত্রিকা ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে।
এ উপলক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে চিত্রাংকন প্রতিযোগিতা, গুনিজন সংবর্ধনা, র‌্যালী, কেক কাটা আলোচনা সভা, মিলাদ ও দোয়া। এছাড়াও হাজীগঞ্জ, মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলা প্রতিনিধিগণ নিজ উদ্যোগে উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবেন।

: আপডেট ৫:০২ এএম, ৩০ এপ্রিল  ২০১৬, শনিবার

ডিএইচ

Share