‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এ শ্লোগানকে ধারন করে সারাদেশব্যাপী সংখ্যালঘু ও স্বাধীনতার স্বপক্ষের প্রগতিশীল বুদ্ধিজীবীদের হত্যার প্রতিবাদে চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে বুধবার (১৫ জুন) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মৃনাল সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিবি দাসের পরিচালনায় বক্তব্য রাখেন হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভুষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী, যুগ্ম সম্পাদক লক্ষণ চন্দ্র সুত্রধর, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সহ সভাপতি তমাল কুমার ঘোষ, মুক্তিযোদ্ধা অজিত সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গোপাল সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব রাঁধা গোবিন্দ ঘোষ, সদর থানা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ্্্্্ঐক্য পরিষদের সভাপতি বাসুদেব মজুমদার, সাধারণ সম্পাদক সাংবাদিক বিমল চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ নেতা গৌতম রায়সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
প্রতিবেদক- কবির হোসেন মিজি