চাঁদপুর

চাঁদপুরে জনসভা মঞ্চে উঠেই ৪৮ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা মঞ্চে উপস্থিত হয়ে ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (০১ এপ্রিল) বিকেল ৩টা ৫ মিনিটে বোতাম টিপে এসব প্রকল্পের উদ্বোধন করা হয়। এর আগে তিনটার দিকে জনসভা মঞ্চে উপস্থিত হন তিনি।

চাঁদপুরে ৪৮টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন ২৫টি আর উদ্বোধন ২৩টির। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চাঁদপুর পৌরসভার দুটি পানি শোধনাগার, চাঁদপুর সরকারি কলেজ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস, পুরানবাজার ডিগ্রি কলেজের চতুর্থ তলা একাডেমিক ভবন, মতলবে ধনাগোদা নদীর ওপর মতলব সেতু, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ও পুরানবাজার, ইব্রাহীমপুর, সাখুয়া, চাঁদপুর সেচ প্রকল্পের হাইমচর এলাকার তীর সংরক্ষণ প্রকল্প।

জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিতে সকাল থেকেই জেলার আট উপজেলা থেকে বিভিন্ন কালারের টি-শার্ট পরিহিত নেতা কর্মীরা ব্যানার, পেস্টুন নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভাস্থলে প্রবেশ করে।

দুপুর ১২টা থেকেই বক্তব্য রাখতে শুরু করেন দলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ উপলক্ষে শহরের ফরিদগঞ্জ-রায়পুর সড়ক, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক, শহরের নতুন বাজার ও পুরাণ বাজার সড়ক দিয়ে নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে।

চাঁদপুর-১ আসনের নেতা-কর্মীদের হলুদ কালারের টি-শার্ট, ফরিদগঞ্জ আসনে সবুজ, কচুয়া আসনের কমলা কালারের টি-শার্ট পড়ে জমায়েত হয়েছেন।

সকাল ১১টায় প্রধানমন্ত্রী হাইমচর জাতীয় সমাজ উন্নয়ন ক্যাম্প কমডেকায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Share