চাঁদপুর জজ আদালতে হাজিরা দিলেন শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর জেলা জজ আদালতে রাজনৈতিক মামলায় হাজিরা দিলেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তিনি সহ অনান্য নেতৃবৃন্দ সিনিয়র জেলা ও দায়রা জজ মহসিনুল হকের আদালতে হাজিরা দেন

৩ জুলাই সোমবার দুপুরে জেলা জজ আদালতে এসটিসি ৭৬/১৫ মামলায় তিনি হাজিরা দেন। ২০১৫ সালে চাঁদপুর সদরের ঘোষেরহাট এলাকায় গাড়ি পোড়ানো মামলায় জেলা বিএনপির সভাপতিকে আসামী করে আর জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে জারির জন্য রয়েছে।

চাঁদপুর আদালতে জেলা বিএনপির সভাপতি হাজিরা দিতে আসলে তার সাথে জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের শত শত নেতা কর্মীরা উপস্থিত হয় আদালত প্রাঙ্গণে। মামলা পরিচালনাকারি আইনজীবীরা জানান, ২০১৫ সাল থেকে জেলা বিএনপির সভাপতি সহ অন্যান্য নেতাকর্মীরা নিয়মিত হাজিরা দিয়ে যাচ্ছেন।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ০৩ জুলাই ২০২৩

Share