Home / চাঁদপুর / ‘চাঁদপুর ছোট জেলা হলেও রাজনৈতিক সহঅবস্থান সন্তোষজনক’
‘চাঁদপুর ছোট জেলা হলেও রাজনৈতিক সহঅবস্থান সন্তোষজনক’

‘চাঁদপুর ছোট জেলা হলেও রাজনৈতিক সহঅবস্থান সন্তোষজনক’

দরিদ্রের হার চাঁদপুরে অনেক কম, এ অঞ্চলের মানুষ সংগ্রামী : নূতন জীবন লাইভলীহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট বিষয়ক অবহিতকরণ কর্মশালায় চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল এ কথা বলেন

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর নূতন জীবন লাইভলীহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট বিষয়ক অবহিতকরণ কর্মশালা বুধবার বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথির হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

তিনি বলেন,অর্থিকভাবে দেশ অনেক এগিয়েছে। চাঁদপুর ছোট জেলা হলেও, এখানে রাজনৈতিক সহঅবস্থান সন্তোষ জনক। এখানকার মানুষ সংগ্রামী। গ্রাম অঞ্চলে যারা বসবাস করছে, তারা চাষাবাদ করে খুব ভালো অবস্থানে আছে।

দরিদ্রের হার চাঁদপুরে অনেক কম। এখানকার প্রত্যেকটি মানুষ সরকারি-বেসকারি প্রতিষ্ঠানগুলোকে সবক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছে।

তিনি আরো বলেন, এসডিএফ’র প্রকল্প বাস্তবায়ন করার ক্ষেত্রে এখানকার সকল মানুষের সহযোগিতা পাবেন। দেশ এখন সর্ব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক ভিত্তি মজবুত হয়েছে। রেমিটেন্স, রিজার্ভ, রপ্তানি আয়, মানুষের মাথাপিছু আয় অনেক বেড়েছে। ২০৩০ সালের মধ্যে দেশে ৩০টি ইকেনিমিকজোন তৈরি করার প্ররিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে, দেশে আর বেকার থাকবেনা।

এসডিএফ’র ময়মনসিংহ অঞ্চলের অঞ্চলিক পরিচালক এম অই এম জুলফিকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসডিএফ প্রধান কার্যালয়ের জেনারেলর ম্যানেজার মনিটরিং মো. লুৎফর রহমান।

চাঁদপুর জেলা এসডিএফ’র যুব কর্মসংস্থান ও নিউট্রেশন কর্মকর্তা মোছাঃ জীবন আরার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এসডিএফ’র জেলা ব্যবস্থাপক মো. রুহুল আমিন খন্দকার, জেলা যুব উন্নন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামছুজ্জামান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সিএনআরএস ফিল্ড কো-অডিনেটর শংকর বিশ^াস,

উপস্থিত ছিলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আরেফিন বাদল, সমাজসেবা কর্মকতা মো. মোবারক হোসেন,

চাঁদপুর কমিউনিটিফাইন্যান্স কর্মকর্তা মো. রাশেদুল হাসান, লাইভলীহুড কর্মকর্তা মোশারফ হোসেন, মনিটরিং ইভাইলুয়েশন এবং র্লানিং কর্মকর্তা মো. হাসানুর রহমান, কারিগরি ও পরিবেশক কর্মকর্তা মুন্সি মো. মিজানুর রহমান।

মাজহারুল ইসলাম অনিক

: আপডেট ০৩:০৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার

ডিএইচ