চাঁদপুর শহরের ব্যস্ততম ছায়াবাণী মোড়ে প্রতাপসাহা সড়কের নির্মাণকাজে বাধা হয়ে থাকা রেললাইনের পাশের অন্তত ১০টি দোকান উচ্ছেদ করেছে পৌরসভা ও রেলওয়ে প্রশাসন। সোমবার সকাল ১১টায় পরিচালিত এই অভিযানে ভেঙে ফেলা হয় রহমান খান, আলমগীর স্টোর, মোশারফ স্টোর, তপন স্টোর, রহিম স্টোর, ফয়সাল স্টোর, আলমগীর ফার্নিচার স্টোরসহ আরও কয়েকটি দোকান।
ভুক্তভোগী দোকানদাররা অভিযোগ করে বলেন, গতকাল রাত ৯টায় শুধু মুখে জানানো হয়েছিল। অথচ সকালে এত দ্রুত উচ্ছেদ অভিযান চালানো হবে ভাবিনি। মালামাল সরানোরও সময় পাইনি।
পৌরসভার প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া বলেন, প্রতাপসাহা সড়কের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। বারবার নোটিশ ও মৌখিকভাবে বলার পরও দোকান না সরানোয় জনগণের স্বার্থে এই অভিযান চালানো হয়েছে।
পৌরসভা সূত্র জানায়, সড়কটির কাজ শেষ হলে শহরের যানজট অনেকটাই কমবে এবং ছায়াবাণী মোড় হয়ে দক্ষিণ অংশের সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ হবে। পৌরসভা জানিয়েছে, জনস্বার্থে এমন উচ্ছেদ অভিযান আগামীতেও চলবে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১৫ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur