বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১১ আগস্ট সোমবার দুপুরে চাঁদপুর শহরের রসুইঘর পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়। বর্ণাঢ্য এই আয়োজনে উচ্চমাধ্যমিকে পা রাখা কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, সার্টিফিকেট এবং উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির আন্তির্জাতিক সম্পাদক মু.মু’তাসিম বিল্লাহ শাহেদী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খান, শহর ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সবুজ, সুলতান মাহমুদ, মুজাহিদুল ইসলাম, ফারুক হোসাইন, শহর ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি আরিফুল ইসলাম।
বক্তারা বলেন, মেধাবীরাই একটি জাতির প্রেরণার উৎস। সৎ দক্ষ এবং আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই। যে জাতি মেধাবীদের মূল্যায়ন করতে পারে না, সে জাতি কখনো সামনে অগ্রসর হতে পারে না। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরেও মালেশিয়া, সিংগাপুর, হংকন, ভিয়েতনাম অর্থনৈতিকভাবে বাংলাদেশের চেয়েদু র্বল ছিল। আজ তারা উন্নত হয়েছে মাত্র ১০ থেকে ২০ বছরের ব্যবধানে। অথচ স্বাধীনতার অর্ধশত বছর পেরিয়ে গেলেও আমরা এখনো অনুন্নত রয়ে গেলাম। এর কারণ আমাদের বি-রাজনীতি ও অপরাজনীতি।
বক্তারা আরো বলেন, মেধার মূল্যায়ন হয় না বলে আমাদের দেশের ৬০ শতাংশ মেধাবি শিক্ষার্থী বিদেশে পাড়ি জমায়। তাই আগামীর উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে মেধাবীদেরই কাজে লাগাতে হবে। আজকে মেধাবীদের অনুপ্রাণিত করার পাশাপাশি নিজেদের দায়বদ্ধতা থেকেই ছাত্রশিবির এই সংবর্ধনার আয়োজন করেছে। এজন্য আমরা আয়োজকদের ধন্যবাদ জানাই।মেধাবীদের ভালো রেজাল্ট করার পেছনে তাদের অভিভাবক ও শিক্ষকরা বিশেষ অবদান রেখেছেন। আমাদের নতুন প্রজন্মকে মেধাবী করার পাশাপাশি নৈতিক ও আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে অভিভাবক এবং কৃতী ছাত্র-ছাত্রীরা তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ,অভিভাবক, চাঁদপুর পৌর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম/ ১২ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur