Home / চাঁদপুর / চাঁদপুর পুরানবাজারে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর যুবদল-ছাত্রদলের হামলা, আহত ১০
ছাত্রদের

চাঁদপুর পুরানবাজারে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর যুবদল-ছাত্রদলের হামলা, আহত ১০

চাঁদপুর শহরের পুরান বাজারে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর সন্ধার পর হামলা চালিয়েছে বিএনপির কিছু দুর্বৃত্তরা। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা যায়। আহদেরকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দিতে দেখা যায়।

আহত ছাত্ররা ১৫ ডিসেম্বর চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় চাঁদপুর জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও জনস্বার্থ রক্ষা করে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনাকে সমন্বিত রাখার লক্ষ্যে চাঁদপুরে বিক্ষোভ ও সংহতি সমাবেশ করে বাড়ি ফিরছিলো।

স্থানীয়রা জানান সমাবেশ শেষে তারা নিজ নিজ বাড়ি ফেরার পথে তাদের ওপর হামলা করে বিএনপির একদল দুর্বৃত্তরা।

আহতদের মধ্যে একজন জুলাই আন্দোলনে মারাত্মকভাবে আহত হয়েছিলেন। ঐ আহত ছাত্রের উপরই তারা পরিকল্পিত হামলা চালিয়েছে বলে জানা যায়। হামলাকারীরা এসময় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের পক্ষে স্লোগান দিয়ে হামলা চালায় বলেন জানান প্রত্যক্ষদর্শীরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ যোদ্ধা ও জুলাই আগস্টে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের হামলায় আহত সৈনিক আব্দুল হাই লাভলুর উপরও হামলা চালিয়েছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

১৫ ডিসেম্বর রাত ১০টার দিকে পুরান বাজার ব্রীজের গোড়ায় আব্দুল হাই লাভলুর ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আব্দুল হাই লাভলু ও তার ছোট ভাই শরিফ সহ প্রায় ১০ জন আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

ঘটনার বিবরণের জানা যায়, চাঁদপুরে ৫ আগস্টের পর চলমান দুর্নীতি চাঁদাবাজ হামলা লুটপাট নৈরাজ্যসহ নানাবিধ জুলুম নির্যাতন এর বিরুদ্ধে ১৫ ডিসেম্বর একটি প্রতিবাদ ও সংহতি সমাবেশ আহ্বান করে বৈষম্যবিরোধী ছাত্র জনতা। সমাবেশে বক্তব্য রাখে আব্দুল হাই লাভলু।

এরই সূত্র ধরে রাতে যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল গাজীর নেতৃত্বে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা আব্দুল হাই লাভলুর দোকান ও বসতবাড়িতে হামলা চালায় এবং লুটপাট করে। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আব্দুল হাই লাভলু ও তার ছোট ভাই শরীফ কে গুরুতর জখম করে।

এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব জানান, ‘বিষয়টি আমি জেনেছি এবং সদর থানার ওসিকে ঘটনাস্থলে পাঠিয়েছি।’

স্টাফ রিপোর্টার, ১৬ ডিসেম্বর ২০২৪