চাঁদপুর চেম্বারসকে কম্পিউটার বাজারের এলইডি ইন্টারনেট টিভি উপহার

চাঁদপুর কম্পিউটার বাজারের পরিচালক, জেলা কম্পিউটার সমিতির সভাপতি ও চাঁদপুর চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ট্রেড মেম্বার ফিরোজ আহমেদ সুমন চাঁদপুর চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সেলিম আকন্দ’র হাতে কম্পিউটার বাজারের সৌজন্যে তুলে দিচ্ছেন মলেয়শিয়ান ম্যানুফেকচারকৃত প্রায় অর্ধলাখ টাকা মূল্যের একটি এল ই ডি ইন্টারনেট টিভি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বারস্ অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি বাবু সূভাস চন্দ্র রায়, চাঁদপুর চেম্বারস্ অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক বাবু তমাল কুমার ঘোষ সহ চেম্বারের কর্মকর্তাবৃন্দ।

এ সময় চাঁদপুর কম্পিউটার বাজারের পরিচালক ফিরোজ সুমন বলেন, চাঁদপুর চেম্বারর্স আমার চাঁদপুরের ব্যবসায়ীদের গর্ব। এই চেম্বারকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। চাঁদপুরের সকল ব্যবসায়ী মিলে আমরা বাংলাদেশের একটি অন্যতম চেম্বার হিসাবে হড়ে তুলবো, ইনশাল্লাহ।

স্টাফ করেসপন্ডেন্ট || আপডেট: ০৪:২৬ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার

এমআরআর  

Share