চাঁদপুর চিল্ড্রেন একাডেমির নতুন অধ্যক্ষর দায়িত্ব গ্রহণ
চাঁদপুর চিল্ড্রেন একাডেমির নবাগত অধ্যক্ষ আসমা খানম দায়িত্ব গ্রহণ করেছেন। ৩ আগষ্ট সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে সাবেক অধ্যক্ষ মোহাম্মদ কাউছার পাটওয়ারীর কাছ থেকে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর চিল্ড্রেন একাডেমির পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন গাজী, বিদ্যালয় পরিচালনা কমিটির ব্যবস্থাপনা পরিচালক আবুল বাসার শেখ, বিদায়ী অধ্যক্ষ মোঃ কাউছার পাটওয়ারী, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহানারা আক্তার রুমা, পরিচালক মোঃ নজরুল ইসলাম, জিয়া পাটোয়ারী, মোঃ আল আমিন, শ্রী সুমন চন্দ্র শীল, মোঃ কবির খলিফা, কবির খান, মোঃ সোহেল পাটোয়ারী, পলাশ মোল্লা, জাকির চৌধুরী, শহিদুল ইসলাম, কামাল হোসেন মোল্লা, মোঃ রাসেল শেখ, ফরিদ হোসেন গাজী, তানজিলা আক্তার, রানা হাওলাদার, বাবুল সর্দার।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমেনা বেগম, সাবিনা ইয়াসমিন, নাজমুল হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক রাবেয়া আক্তার, জাকিয়া ইসলাম, রোমেন হোসেন, শাহানারা আলম, শিখা আক্তার, রেশমিন আক্তার, মরিয়ম আক্তার প্রেমা, ফারহা দিবা, মোঃ নজরুল হোসাইন, সুমাইয়া আক্তার ও মোঃ রুহুল আমিন ও শারমিন আক্তারসহ অভিভাবক বৃন্দ।
প্রসঙ্গত চাঁদপুর চিল্ড্রেন একাডেমির সাবেক অধ্যক্ষ মোহাম্মদ কাউছার পাটওয়ারী নতুন কর্মজীবনের লক্ষ্যে ইতালি চলে যাচ্ছেন। নবাগত অধ্যক্ষ আসমা খানম তার স্থলাভিষিক্ত হন।
প্রতিবেদক: আশিক বিন রহিম/ ৫ এপ্রিল ২০২৫