চাঁদপুর চিল্ড্রেন একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এ আয়োজন করা হয়।
সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার ভব রঞ্জন দাশ। চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অধ্যক্ষ মো. কাউছার পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর সদর জেলা শাখার সাধারণ সম্পাদক ও চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ মৃণাল কান্তি দাস, চাঁদপুর চিল্ড্রেন একাডেমির ব্যবস্থাপনা পরিচালক আবুল বাসার শেখ, সাধারণ সম্পাদক শাহানা চৌধুরী।
বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর চিল্ড্রেন একাডেমির পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দীন গাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, চাঁদপুর জেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন পাটোয়ারী, সদর উপজেলা শাখার সভাপতি গোলাম হোসেন টিটু।
বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা কেও সমান গুরুত্ব দিতে হবে। এতে করে শিশু-কিশোরদের শারীরিক এবং মানসিক দৃঢ়তা বাড়ে। আমাদের প্রত্যেকটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তাদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারা সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠলে, পরিবার এবং দেশের জন্য মঙ্গল।
বক্তার আরো বলেন, চাঁদপুর চিল্ড্রেন একাডেমির পরিচালনা পর্ষদ এবং শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। তাদের শিক্ষাদান এবং অন্যান্য কর্মকাণ্ড প্রশংসা দাবি রাখে। আমরা আশা করব এই বিদ্যালয়টি তার শিক্ষার গুণগতমান ধরে রাখবে।
অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারি শিক্ষক সাবিনা ইয়াসমিন, জাকিয়া ইসলাম, আমেনা বেগম। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর চিল্ড্রেন একাডেমির পরিচালক মোঃ নজরুল ইসলাম, মোঃ জিয়া পাটোয়ারী, মোঃ আল আমিন, শ্রী সুমন চন্দ্র শীল, মোঃ কবির খলিফা, মোঃ কবির খান, মোঃ সোহেল পাটোয়ারী, মোঃ পলাশ মোল্লা, মোঃ শহিদুল ইসলাম, জাকির হোসেন চৌধুরী, মোঃ বাবুল সরদার, মোঃ কামাল হোসেন মোল্লা, মোঃ রাসেল শেখ, ফরিদ হোসেন গাজী ও তানজিলা আখতার।
ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক শাহানারা আলম, রাবেয়া আক্তার জুঁই, জাকিয়া ইসলাম, মরিয়ম আক্তার প্রেমা, সাবিনা ইয়াসমিন, রেশমিন আক্তার, রুমেন হোসেন, শিখা আক্তার, নাজমুল হোসেন, আল মাহমুদ, ফারহা আক্তার দিবা ও সুমাইয়া মিম, বিল্লাল হোসেন।
স্টাফ রিপোর্টার, ২৩ জানুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur