চাঁদপুর চিলড্রেন একাডেমির ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আনন্দঘন এবং উৎসবমুখর আয়োজনের মধ্যদিয়ে চাঁদপুর চিলড্রেন একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি রোববার দিনব্যাপী শহরের ওয়্যারলেছ বাজারস্থ বিদ্যালয়ে মাঠে এই আয়োজন করা হয়।

সকালে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম মিজানুর রহমান। বিদ্যালয়ের অধ্যক্ষ আসমা খানমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন উত্তরার কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক এ.কে.এম সানাউল্লাহ, ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোস্তফা কামাল বাবুল, সমাজসেবক শাহানা চৌধুরী।

বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর চিল্ড্রেন একাডেমির পরিচালনা কমিটির চেয়ারম্যান ও শিক্ষানুরাগী মো. জসিম উদ্দিন গাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ ওমর ফারুক, সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব হাসান আলী ভূঁইয়া, সদর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ আবুল বাশার শেখ।

আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, চাঁদপুর চিলড্রেন একাডেমি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি ভবিষ্যৎ প্রজন্ম গড়ার একটি নির্ভরযোগ্য কারখানা। এখানকার শৃঙ্খলাবদ্ধ পরিবেশ, মানসম্মত শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও সৌহার্দ্যবোধ শিখে থাকে, যা তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক।
বক্তারা আরো বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু ভালো ফলাফলই যথেষ্ট নয়, প্রয়োজন নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হওয়া। চাঁদপুর চিলড্রেন একাডেমি সেই লক্ষ্যেই শিক্ষার্থীদের শিক্ষা দিচ্ছে। শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত প্রচেষ্টার ফলেই শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সমানভাবে দক্ষ হয়ে উঠছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন আনন্দঘন ও উৎসবমুখর আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন রাসেল‌ এবং সমাপনী অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক রুমেন হোসেন, নাজমুল হাসান ও সাবিনা ইয়াসমিন। ক্রীড়া প্রতিযোগিতার ফাঁকে ফাঁকে বিদ্যালয়ে শিক্ষার্থীরা দেশাত্মবোধক গানের সাথে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক কবির খলিফা, নজরুল ইসলাম নয়ন, জাকির হোসেন চৌধুরী, সুমন শীল চন্দ্র, পলাশ মোল্লা, বাবুল হোসেন সরদার, তানজিলা ইসলাম।

দিনব্যাপী আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমেনা বেগম, রাবেয়া আক্তার জুঁই, শাহানারা আলম, শিখা আক্তার, রেশমিন আক্তার, জাকিয়া ইসলাম, মরিয়ম আক্তার প্রেমা, ফারহা দিবা, সুমাইয়া মিম, শারমিন আক্তার, আফরিন আক্তার, ইতি রানী দেবনাথ, নাহিদ নিশাত, রুপা আক্তারসহ সকল শিক্ষকবৃন্দ।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
২৫ জানুয়ারি ২০২৬