চাঁদপুর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বিতরণ কার্যালয়ে সাংবাদিক প্রবেশ না করার জন্য নির্দেশ দিলেন সহকারী কারিগরী কর্মকর্তা আনোয়ার হোসেন।
কিন্তু ব্যবস্থাপকের বক্তব্যে এমন কোনে নিয়ম নীতি পাওয়া যায়নি।
একটি সরকারি প্রতিষ্ঠানে সাংবাদিক প্রবেশ না করার নির্দেশের রহস্য কী তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সোমবার (২০ ফ্রেব্রুয়ারি) সকালে স্থানীয় পত্রিকার দু’সংবাদকর্মী গ্রাহক তথ্য জানার জন্য চাঁদপুর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বিতরন কার্যালয়ে যান।
তারা গেটে প্রবেশ করতেই নিরাপত্তা কর্মী তিমির চন্দ্র ধর তাদের পথে বাঁধা দিয়ে বলেন, ‘এখানে কোনো সাংবাদিক প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে।’
কে তাকে এমন নির্দেশনা দিয়েছে, তা জানতে চাইলে তিমির চন্দ্র ধর বলেন, ‘আনোয়ার স্যার বলেছেন এখানে যাতে কোন সাংবাদিক প্রবেশ না করে।’
একপর্যায় তিমির চন্দ্র ওই দু সংবাদকর্মীর পথোরোধ করে আনোয়ার হোসেন কে ডেকে আনেন।
সহকারী কারীগরি কর্মকর্তা আনোয়ার হোসেনের কাছে সাংবাদিক প্রবেশ না করার কারণ জানতে চাইলে তিনি সাংবাদিকদের গালাগাল দেন। বলতে থাকে আপনারা কি …..(অশ্লীল বাক্য) লেখবেন, …. লেখবেন, কিছু হলেই লেখতে শুরু করেন। লেইখা কি ….. করবেন।
একপর্যায়ে তিনি কিছুটা শান্ত হয়ে বলেন, ‘হেড আিফসের নির্দেশনা রয়েছে এখানে যাতে কোন সাংবাদিক সরাসরি প্রবেশ না করে। এখানে কেউ আসলে খাতায় নাম লিখিয়ে ভেতরে ঢুকার নিয়ম রয়েছে।’
তবে নিরাপত্তা কর্মী খাতায় নাম লেখার কথা না বলে সরাসরি বলে দিয়েছেন অনোয়ার স্যারের নির্দেশ, সাংবাদিক প্রবেশ করতে পারবে না। আপনারা যদি জোর করে ভেতরে যান তাহলে আমার সমস্যা হবে।’
বিষয়টি নিয়ে চাঁদপুর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক মহিবুর রহমান রতনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সাংবাদিক কেন এখানে যে কোনো গ্রাহকই আসতে পারবে। আর সাংবাদিক ঢুকতে পারবে না এমন কোন নির্দেশনা হেড অফিস থেকে দেয়া হয়নি। আনোয়ার হোসেন যদি এমন নির্দেশনা দিয়ে থাকে তাহলে সেটা দুঃখজনক।’
পরে এ কর্মকর্তা আনোয়ার হোসেনের কাছে জানইতে চাইলে মুহূর্তের মধ্যে তিনি পূর্বের আচরণ ও সাংাবিদক প্রবেশে নিষেধাজ্ঞার কথা অস্বীকার করেন।
এমন নির্দেশনার কথা শুনে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাহক বলে উঠেন, ‘আনোয়ার সাহেবের মাঝে নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে যেটা সাংবাদিকরা জানলে তার অসুবিধা হবে। তাই তিনি সাংবাদিক অফিসে প্রবেশ করুক এটা চান না।’
প্রতিবেদক- কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ৩০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ