চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী সাব-ইন্সপেক্টর মো. আহসানুজ্জামান লাবু মার্চ মাসে অপরাধ দমনে সবচেয়ে বেশি অভিযান পরিচালনায় সফলতা অর্জন করায় পুরস্কৃত হয়েছেন।
রোববার (১৭ এপ্রিল) চাঁদপুর জেলা পুলিশের মাসিক কনফারেন্সে প্রধান অতিথি পুলিশ শামসুন্নাহার তাকে পুরুস্কার হিসেবে প্রশংসাপত্র ও নগদ অর্থ তুলে দেন।
অপরাধ দমমে কৃতিত্বের সাথে মার্চ মাসে সর্বাধিক অভিযান পরিচালনার স্বীকৃতি স্বরুপ তার কর্মস্পৃহার প্রশংসা করা হয় এবং ভবিষ্যতে আরো বেশি অপরাধ দমনে ভূমিকা রাখতে প্রশংসাপত্রে উৎসাহ প্রদান করা হয়।
এদিকে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মার্চ মাসে মাদক বিরোধী অভিযানে শ্রেষ্ঠত্ব অর্জন করা ৪ পুলিশ সদস্যকে প্রশংসাপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। এরা হলেন উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল খন্দকার, সহকারী উপপরিদর্শক (এএসআই) আহসানুজ্জামান লাবু, ফিরোজ আহমেদ।
: আপডেট ৫:০০ পিএম, ১৭ এপ্রিল ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur