চাঁদপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডে চাঁদপুর সদর মাদ্রাসাতু ইশায়াতিল উলুম ইসলামপুর গাছতলা মাদ্রাসার এতিমখানা ভবনের ৩টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টায় এতিমখানার একটি কক্ষ থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
আগুনে এতিমখানার খাদ্য, নগদ অর্থ, শিক্ষার্থীদের বই-খাতা, নতুন কিছু পোষাক ও আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে এতিমাখানা কর্তৃপক্ষ দাবি করেছেন।
তৎক্ষনাৎ ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অভিষেক দাশ, উপজেলা ভাইস-চেয়ারম্যান এড.শাহজাহান মিয়া ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুর রহিম পাটওয়ারী ও এতিমখানা পরিচালক মাওলানা খাজা মো. ওয়ালী উল্যাহ উপস্থিত ছিলেন।
এতিমখানা পরিচালক মাওলানা খাজা মো. ওয়ালী উল্যাহ চাঁদপুর টাইমসকে বলেন, এতিমখানার শিক্ষার্থীরা পাশের আরেকটি ভবনে ছিলো। হঠাৎ আগুন দেখে আতংকে চিৎকার শুরু করে। তাৎক্ষণিক বিষয়টি চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হলে ১৫ মিনিটের মধ্যে দমকল বাহিনী ঘটনাস্থলে আসে।
মাদ্রাসার উপাধ্যক্ষ ও এতিমখানা হোস্টেল সুপার মাও. হারুনুর রশিদ চাঁদপুর টাইমসকে জানান, ‘আমরা এখনো বলতে পারছি না আগুন কোথায় থেকে সূত্রপাত্র হয়েছে। তবে রুমের মধ্যে আইপিএস, দুটি ফ্রিজ, শিক্ষার্থীদের নতুন কিছু পোষাক, স্টিলের আলামারির ভিতরে বিভিন্ন খাতের মিলিয়ে নগদ এক লক্ষ টাকা, ১৭ বস্তা চাল, ডালসহ এতিমখানার সকল নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। সবমিলিয়ে আমাদের প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।’
চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশন (উত্তর) এর সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহম্মেদ চাঁদপুর টাইমসকে বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুৎ শর্ট সার্কিট তেকে অগ্নিকান্ডের সূত্রপাত। প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আমরা আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকান্ডে এতিমখানার ৩টি কক্ষ পুড়ে যায়।’
ভিডিও দেখেতে ক্লিক করুন…
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ০৮: ৫৭ পিএম, ২৬ মার্চ ২০১৭, রোববার
ডিএইচ