চাঁদপুরে মাত্র দেড় ঘণ্টা সময়ে দুটি পিকআপ ট্রাকে করে ২০টি গরু নিয়ে গেছে চোরের দল।
রোববার (২১ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের মনিহার মেহের বাড়ির সামনে এই ঘটনাটি ঘটে। এতে করে সর্বশান্ত হওয়া মমিনুল হক নামের এক খামারির কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। খামারি মমিনুল হক মেহের বাড়ির মৃত আ. খালেকের ছেলে।
ক্ষতিগ্রস্ত মমিনুল হক জানান, মনিহার যাওয়ার প্রধান সড়কটি হাজীগঞ্জের বাকিলা গরুর বাজারের অংশ। বাকিলা গরুর বাজারের দক্ষিণে বাকিলা ফাজিল মাদরাসার পিছনে হক ফার্মা। হক ফার্মার সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, খালি দুটি পিকআপ ট্রাক সিসি ক্যামেরার সামনে দিয়ে রাত ৩টা ২৫ মিনিটে মনিহার গ্রামের দিকে ঢুকে। সেই একই দুটি পিকআপ ট্রাক গরুবোঝাই করে রাত পৌনে ৫টায় হক ফার্মার সিসি ক্যমেরার সামনে দিয়ে বাকিলা গরুর বাজার হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দিকে চলে যায়।
ভুক্তভোগী মমিনুল হক আরো জানান, খামারে দুধের গরু, ষাড় গরু আর বাছুর মিলিয়ে ২৬টি গরু ছিলো। এর মধ্যে চোরেরা ২০টি গরু চুরি করে। তার মধ্যে খামার থেকে প্রায় ১ কিলোমিটার দূরে সোমবার ভোরে একটি ষাড় পাওয়া যায়। সব মিলিয়ে চোরের দল ২টি ষাড়, ৫টি বাছুর আর ১২টি দুধের গাভী নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
এ ঘটনায় সোমবার অজ্ঞাতদের আসামী করে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত মমিনুল হক।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া জানান, গরু চুরির ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করেছেন। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। চোর সনাক্ত এবং চুরি হওয়া গরু উদ্ধারে চেষ্টা চলছে।
প্রতিবেদক: আশিক বিন রহিম/২২ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur