Home / চাঁদপুর / চাঁদপুর গণি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী প্রস্তুতিসভা
চাঁদপুর গণি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী প্রস্তুতিসভা

চাঁদপুর গণি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী প্রস্তুতিসভা

চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তী ও পুনর্মিলনী উপলক্ষে প্রস্তুতিসভা সোমবার (১৬ মে) রাতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিতত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্বাছ উদ্দিন। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সেলিম আকবর।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমিনুর রহমান বাবুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র মুক্তিযোদ্ধা হানিফ পাটওয়ারী, আলহাজ¦ অ্যাড. ফজলুল হক সরকার, অ্যাড. মিজানুর রহমান, শাহনে শাহ ভুইয়া, ডা. একিউ রুহল আমিন, হাছান আলী ভূঁইয়া, শামছুল হক মন্টু পাটওয়ারী, মো. বারেক, অ্যাড. বদরুল আলম চৌধুরী, আবু সায়েম, অপু পাটওয়ারী, শাওন চন্দ্র দাস প্রমুখ।

সভায় উপস্থিত সকল প্রাক্তন ছাত্রদের সিদ্ধান্ত অনুযায়ী মতামত নেয়া হয় আগামী ৩জুন বিকেল ৫টায় পুনর্মিলনি কমিটির গঠন করা হবে। সভায় সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। ২০১৭ সালে শত বছরপূর্তী উপলক্ষে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

চাঁদপুর গণি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী প্রস্তুতিসভা

About The Author

আশিক বিন রহিম