Home / চাঁদপুর / চাঁদপুর খেলাফত যুব মজলিশ দোয়া ও ইফতার
খেলাফত

চাঁদপুর খেলাফত যুব মজলিশ দোয়া ও ইফতার

বাংলাদেশ খেলাফত যুব মজলিশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের ষোলঘর মাদ্রাসা মিলনায়তনে এ আয়োজন করা হয়। বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে পরিত্রাণ এবং মুক্তি কামনায় এ দোয়া ইফতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিশ কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ ও বায়তুল মাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম।

বাংলাদেশ খেলাফত যুব মজলিশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ নিয়ামত হোসাইনের সভাপতিত্বে ও সংগঠক বিভাগের সম্পাদক মুফতি নূরে আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবুল বাশার, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোশারফ হোসাইন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা তারেক হাসান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফজলুল করিম, বায়তুল মাল সম্পাদক হাফেজ মোজাম্মেল হোসেন, নির্বাহী সদস্য মাওলানা রহমাতউল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে এ দেশের মনু্ষ ভালো নেই। দ্রব্যমূল্যের উর্ধগতীতে সাধারণ মানুষ দিশেহারা। জনগণের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকারটুকু এ সকার কেরে নিয়েছে। সরকার আলেম-ওলামাদের কণ্ঠ চেপে ধরতে তাদের বন্দী করে রেখেছে।

বক্তারা বলেন, সরকার আমাদের দলের মহাসচিব মাওলানা মামুনুল হকে মিথ্য মামলা দিয়ে দীর্ঘ দুই বছর যাবৎ জেলে আটকে করে রেখেছে। মাওলানা মামুনুল হক জাতির সম্পদ, দেশের সম্পদ। তিনি একজন প্রাজ্ঞ, অভিজ্ঞ শিক্ষাবিদ, বরেণ্য শায়খুল হাদীস। এ দেশের সুপরিচিত ওয়ায়েজ ও আদর্শিক রাহবার। রমজান মাসেই মাওলানা মামুনুল হককে মুক্তি দিতে হবে। না হয় তাঁর মুক্তিতে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব ইনশা আল্লাহ।’

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিশ চাঁদপুর জেলা শাখা এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিশ চাঁদপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১২ এপ্রিল ২০২৩