Home / চাঁদপুর / চাঁদপুর ক্রপ প্রোটেকশন অফিসার্স এসোসিয়েশনের মানববন্ধন
চাঁদপুর ক্রপ প্রোটেকশন অফিসার্স

চাঁদপুর ক্রপ প্রোটেকশন অফিসার্স এসোসিয়েশনের মানববন্ধন

রংপুরে কর্মরত জিএমই এগ্রো লিমিটেডের সিনিয়র মার্কেটিং অফিসার আল-আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর ক্রপ প্রোটেকশন অফিসার্স এসোসিয়েশন (সিপিওএসি) জেলা শাখার আয়োজনে ১৭ জুন বুধবার বেলা সাড়ে ১১ টায় চাঁদপুর শহরতলীর বাবুরহাটস্থ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ মানবন্ধন কর্মসূচি পালন করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর ক্রপ প্রোটেকশন অফিসার্স নেতৃবৃন্দরা বলেন, যারা অন্যায় ভাবে আমাদের একজন সহকর্মীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করেছেন। আমরা এসব হামলাকারীদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের কঠিন শাস্তি দাবি করছি। যারা আমাদের সহকর্মীকে অন্যায় ভাবে অমানুষিক ভাবে নির্যাতন চালিয়ে গুরুতর আহত করে নগদ অর্থ ছিনিয়ে নিয়েছেন তাদেরকে খুব দ্রত সময়ের মধ্যে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া হোক। প্রশাসনের কাছে এটাই আমাদের আহবান। যাতে করে ভবিষ্যতে কোন অন্যায়কারী আমাদের কোন সহকর্মীর ওপর এভাবে হামলা করতে না পারে।

প্রসঙ্গত, গত ১৩ জুন রংপুরে কর্মরত জিএমই এগ্রো লিমিটেডের সিনিয়র মার্কেটিং অফিসার আল-আমিনকে, মেসার্স হাবিব ট্রের্ডাসের স্বত্ত¡াধিকারী হাবিবুর রহমান কর্তৃক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করে। এসময় হামলাকারী ওই অফিসারের কাছে থাকা মোটা অংকের নগদ অর্থ ছিনিয়ে নেয়। তারই প্রতিবাদে চাঁদপুরে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন, ক্রপ প্রোটেকশন অফিসার্স এসোসিয়েশন (সিপিওএসি) জেলা শাখা।

প্রতিবেদক : কবির হোসেন মিজি, ১৭ জুন ২০২০