চাঁদপুর কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ করা হয়েছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা মোহনায় যাত্রীবাহী লঞ্চ ‘‘এমভি জামাল-১ এবং আল্লাহর মর্জি ’’ থেকে ২১ হাজার মিটার কারেন্ট জাল ও ১হজারা ৪শ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে।
স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহর নেতৃত্বে কোস্টগাডের্র একটি অপারেশন পরিচালনা করা হয়। জব্দকৃত কারেন্ট জাল ও পলিথিনের আনুমানিক মূল্য ৬ লক্ষ ৩০ হাজার টাকা।
পরে রোববার জব্দকৃত কারেন্ট জাল মৎস্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয় এবং নিষিদ্ধ পলিথিন জেলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়। কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ, (এসডি)(পিএন্ড আরটি), বিএন বলেন, নৌ পথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট