চাঁদপুর কোস্টগার্ডের অভিযানে আটক দু জেলেকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। ইলিশের অভয়াশ্রমে জাটকা ধরার অপরাধে মঙ্গলবার রাতে মেঘনা নদী থেকে তাদেরকে আটক করা হয।
আটককৃতরা হচ্ছে থেকে রকমান মিজি (৫০) ও মো. বাশেদ চৌকিদার (২৫) এদেরকে হরিণা লঞ্চঘাট ও চাঁদপুর কয়লা ঘাট থেকে আটক করে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে চাঁদপুর কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লেফ্টেন্যান্ট এম এনায়েত উল্লাহ, (এসডি), (পিএন্ড আরটি), বিএন এর নেতৃত্বে চাঁদপুর কোস্টগার্ড সদস্য মোঃ মোজাম্মেল, এলএস এর একটি অপারেশন দল এ দু’জেলেকে আটক করে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নিকট হস্থান্তর করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট লেটুস লরেঞ্জ চিরান মোবাইল কোর্টের মাধ্যমে জেলেদের একজনকে ০১ বছরের এবং অপর জনকে ০১ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্ল¬াহ, (এসডি), (পিএন্ডআরটি), বিএন বলেন, জাটকা নিধন প্রতিরোধ এবং নৌ পথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তি : আপডেট ২:০৪ পিএম, ২৩ মার্চ ২০১৬, বুধবার
ডিএইচ