মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চাঁদপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
২১ ফেব্রুয়ারি রোববার সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত অালী ঢালী ও সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের নেতৃত্বে নেতাকর্মীরা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এসময় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেদক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সোলেমান ঢালী, যুগ্ম-আহ্বায়ক মেরাজ আহমেদ চোকদার, ইখতিয়ার উদ্দিন শিশু, কামরুজ্জামান হাসানাত, খোকন মিজি, সামছুল আরেফিন খান, ইয়াকুব বিন ছায়েদ লিটন, মো. অলি আহমেদসহ অন্যান্য বৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে জেলা বিএনপি শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে একে একে আরও শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ। এসময় ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদি।
শহীদ মিনারে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রশাসনের কঠোর নিরাপত্তা ছিলো।
প্রতিবেদকঃআশিক বিন রহিম,২১ ফেব্রুয়ারি ২০২১