চাঁদপুর কুলিবাগানে বসতঘর ও আসবাবপত্র ভাঙচুর

চাঁদপুর শহরের পৌর ৭ নং ওয়ার্ড জেডিসি কুলি বাগানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতঘর ও আসবাবপত্র ভাঙচুর করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার সকালে বিউটি বেগম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনাটি ঘটে।

এ ঘটনায় শনিবার সকালে চাঁদপুর মডেল থানার এসআই শাহজাহান, ইসমাইল হোসেনসহ সংঙ্গীয় সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আহতরা হলেন চাঁদপুর শহরের পৌর ৭ নং ওয়ার্ড জেডিসি কুলি বাগানে মান্নান ফকিরের স্ত্রী মনোয়ারা বেগম (৬০) ও তার মেয়ে সুমাইয়া (২০)।

বিউটি বেগম জানায়, আমাদের ঘরের সামনে মিশু ও সাগর ভুঁইয়া প্রায়ই বিভিন্ন ধরনের মাদক বিক্রয় করে। আমাদের ঘরের সামনে মাদক বিক্রয় করতে বারন করায় মিশু ও সাগর ভূঁইয়ার নেতৃত্বে ২০ থেকে ৩০ জন অস্ত্র নিয়ে আমাদের বসতঘর ও আসবাবপত্র ব্যাপক ভাংচুর করে। আমার মা ও বোন বাঁধা দিতে আসলে তাদেরকেও তারা মারধর করে। এ ঘটনায় প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। তাদের ভয়ে আমরা দুই দিন ধরে ঘরের বাহিরে থাকি। আমরা প্রশাসনের কাছে তাদের বিচার চাই।

অভিযুক্ত মিশু ভূঁইয়া জানায়, তারা নিজেরাই তাদের বসতঘর ও মালামাল ভাঙচুর করে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ৩০ জুলাই ২০২২

Share