চাঁদপুর

ডিবি পুলিশের অভিযানে চাঁদপুরে ৬ কেজি গাঁজাসহ যুবক আটক

‎Monday, ‎11 ‎May, ‎2015 ে  3:32:09 PM

স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর :

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কুমড়াডুগি এলাকায় বোগদাদ বাস থেকে ৬ কেজি গাঁজা সহ ১ যুবককে আটক করেছে চাঁদপুর ডিবি পুলিশ।

জানা যায়, দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের উপ-পরিদর্শ (এসআই) মামুন সঙ্গিয় ফোর্স নিয়ে কুমিল্লা থেকে চাঁদপুরগামী বোগদাদ সার্ভিস এর ১টি গাড়ী থেকে বাবুল মৃধা (৩৮) কে আটক করে।

চাঁদপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন চাঁদপুর টাইমসকে জানান, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কেরডুগী গ্রামের তাজল মৃধার ছেলে বাবুল মৃধা (৩৮) কুমিল্লার সিমান্তবর্তী এলাকা শুয়াগাজী থেকে ৬ কেজি গাঁজা নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল।’

‘পরে পুলিশ কুমিল্লা থেকে চাঁদপুরগামী বোগদাদ সার্ভিস এর (কুমিল্লা-ব, ১৪-৬৫৭৪) গাড়ীতে তল্লাশী চালিয়ে বস্তাভর্তি গাঁজাসহ তাকে আটক করে।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরূদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

চাঁদপুর টাইমস/ডিএইচ/2015

Share