চাঁদপুর

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহত ২

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার দেবপুর নামক স্থানে পিকআপ ভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহিত শ্রমিক রফিক পাটওয়ারী (৫০), এ ঘটনায় ইসমাইল মিজি নামের আরেক শ্রমিকঅ গুরুতর আহত হয়েছেন।

নিহত ও আহতের বাড়ি শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকার পাটওয়ারী বাড়ি এলাকায়।

চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিক ইসমাইল মিজি চাঁদপুর টাইমসকে জানান, রোববার দুপুরে তারা সদর উপজেলার দেবপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে থাকা উত্তম কুমারের বাড়িতে বালুর কাজ করছিলো। এ সময় হাজীগঞ্জ থেকে (ঢাকা মেট্র-ন ১১-০৩৬০) নাম্বারের একটি বেপোরোয়া গতির খালি পিক্যাপভ্যান সড়কের পাশে থাকা শ্রমিক রফিক পাটওয়ারী ও ইসমাইল মিজিকে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই রফিক পাটওয়ারী মারা যায়। গুরুতর আহত তাকে তার বাবা চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

দুর্ঘটনা ঘটানো পিক্যাপভ্যানটিকে তাৎক্ষণিক (চাঁদপুর-ন ১১-০০৩৪) নাম্বারের অপর একটি পিকআপ ভ্যান এনে উদ্ধার করে ঘটনাস্থল থেকে নিয়ে যায়।

প্রতিবেদক- আশিক বিন রহিম
আপডেট, বাংলাদেশ সময় ১: ৩৮ এএম, ১০ এপ্রিল ২০১৭, সোমবার
ডিএইচ

Share