Home / চাঁদপুর / চাঁদপুর কালীবাড়িতে যানজটে দায়ী রেলের অকেজো দু’টি খুঁটি
চাঁদপুর কালীবাড়িতে যানজটে দায়ী রেলের অকেজো দু’টি খুঁটি

চাঁদপুর কালীবাড়িতে যানজটে দায়ী রেলের অকেজো দু’টি খুঁটি

চাঁদপুর শহরের কালিবাড়ি শপথ চত্ত্বরটি জেলা শহরের প্রাণকেন্দ্র। শহরের কয়েকটি গ ফলে স্থানটিতে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে।

শপথ চত্ত্বরের কালিবাড়ি কোর্ট স্টেশন রেলক্রসিংয়ের গেটের দুপাশে কিছু অবৈধ দোকানপাট থাকায় রাস্তাটি সংকীর্ণ ছিলো। তখন রাস্তার এই সংকীর্ণতাও ওই স্থানের যানজটের অন্যতম কারণ হিসেবে দাঁড়িয়েছিলো।  কিছুদিন পূর্বে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ শহরের যানজট নিরসনে ওই সড়কের দ’ুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। যা জেলার সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়ায়।

কিন্তু রেলক্রসিংয়ের দু’টি লোহার গেইট সম্প্রসারণ না হওয়ায় এই উচ্ছেদে অভিযান এখনো পর্যন্ত কোনো সুফল বয়ে আনেনি। দু’টি লোহার গেইটের জন্য পৌরসভার এই উদ্যোগ বর্তমানে ভেস্তে যেতে বসেছে।

পৌর কর্তৃপক্ষের একাধিক অনুুরোধেও এখনো পর্যন্ত টনক নড়েনি রেল কর্তৃপক্ষের।

এ বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের একটি মাসিক উন্নয়ন সভায় দুঃখ প্রকাশ করেন পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।

জেলা প্রশাসক ও রেলের উর্ধতন কর্তৃপক্ষের কাছে জেলার সচেতন মহলের দাবি অবিলম্বে গেইট দুটি সরিয়ে ওই সড়কটি প্রশস্তকরণে পৌর কর্তৃপক্ষের উদ্যোগে সহযোগিতা করা প্রয়োজন।

 

আশিক বিন রহিম[/author]

 

: আপডেট ৯:০০ পিএম, ১৯ এপ্রিল  ২০১৬, মঙ্গলবার

ডিএইচ