বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে প্রাথর্নার আয়োজন করেছে চাঁদপুর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট।
২৯ নভেম্বর শনিবার সন্ধ্যায় শহরের কালিবাড়ি মন্দিরে এ বিশেষ প্রার্থনা করা হয়।
এসময় চাঁদপুর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক চন্দন দত্ত, সদস্যসচিব শুকুমার রায়, কারীবাড়ি মন্দির কমিটির সভাপতি নরেন্দ নারায়ন পন্ডিত, পৌর ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মরু দাস, চাঁদপুর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সুকান্ত দে, রানা দে, লক্ষণ ঘোষ, উত্তম ঘোষসহ সংগঠনের নেতা-কর্মী ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
সিনিয়র রির্পোটার/
২৯ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur