চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যালে ১৪ তম দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে ব্যতিক্রমী আয়োজন ছবি আকা প্রকিযোগিতায় অংশ গ্রহণকারী প্রতিযোগিদের চিত্রকলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৬টায় দোয়েল সাংস্কৃতিক সংগঠনের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সংগীত পরিবেশন করেন সংগঠনের সভাপতি দিলীপ ঘোষ, সাধারণ সম্পাদক মোরর্শেদ আলম জয়, সাংগঠনিক সম্পাদক শৈবাল মজুমদার, ঐশী ঘোষ, নিঝুম দাস, পাপড়ী দাস।
সন্ধ্যা সাড়ে ৭টায় সপ্তসুর সংগীত একাডেমির শিল্পীদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশন। অনুষ্ঠান পরিকল্পনা, কোরিওগ্রাফি ও সংগীত পরিচালনা করেন রূপালী চম্পক। অনুষ্ঠান পরিচালনা করেন শরীফ চৌধুরী। নৃত্য পরিচালনা করেন অর্পনা দাস সম্পা। অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশন করেন নিয়ন্তা, সানাই, প্রার্থনা, অধরা, মানসী চক্রবর্তী, তৃষ্ণা বনিক, তৃষা পোদ্দার, মেঘলা, অর্পিতা, ইচ্ছা, মেঘ, অমি, নন্দিনী, কথা।
সবশেষে রাত সাড়ে ৮টায় অনন্যা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় সমাজ ও পরিবার ভিত্তিক ‘সুবচন নির্বাসনে’ নাটম মঞ্চস্থ হয়েছে। নাটকের নির্দেশনায় ছিলেন মো. হানিফ ও রচনায় ছিলেন আব্দুল্লাহ আল মামুন। নাটেক অভিনয় করেন- হেলাল সুখ, চন্দন সরকার, শহীদ পাটওয়ারী, মৃনাল সরকার, জসিম মেহেদী, ফাতেমাতুজ জোহরা, ত্রিতম ভৌমিক, কামরুল ইসলাম, মানিক দাস, মো. হানিফ, জয়রাম রায়, মুহাম্মদ আলমগীর, খোকন দাস।
স্টাফ রিপোর্টার/
২৩ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur