Home / কৃষি ও গবাদি / চাঁদপুর কোস্টগার্ডের অভিযানে কারেন্টজাল ও পলিথিন জব্দ
চাঁদপুর কোস্টগার্ডের অভিযানে কারেন্টজাল ও পলিথিন জব্দ

চাঁদপুর কোস্টগার্ডের অভিযানে কারেন্টজাল ও পলিথিন জব্দ

চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ ‘‘এমভি প্রি›স অফ রাসেল এবং টিপু’’ হতে সোমবার ভোররাতে ৭৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল এবং ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে চাঁদপুর কোস্টগার্ড।

জব্দকৃত কারেন্ট জাল ও পলিথিনের আনুমানিক মূল্য ১৫ লাখ ১৪ হাজার টাকা। জব্দকৃত কারেন্টজালগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয় এবং নিষিদ্ধ পলিথিন আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য জেলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়।

কোস্টগার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ বিএন বলেন, ‘জাটকা নিধন প্রতিরোধ এবং নৌ পথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।’

প্রেস বিজ্ঞপ্তি।আপডেট : :১৪ পিএম১৮জানুয়ারি ২০১৫সোমবার
ডিএইচ