চাঁদপুর কারাগারের আয়োজনে ও জেলা পরিষদের সহযোগিতায় কারাগারের কারাবন্দি ও কারাকর্মচারীদের নিয়ে সোমবার (১৯ জুন) বিকেলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী ও জেল সুপার মো. মাইনুদ্দিন ভূঁইয়া।
এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আতোয়ার রহমান, পুলিশ সুপার শামসুন্নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদুর রহমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান, প্রকৌশলী দেলওয়ার, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটোয়ারী, বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহাবুবুর রহমান সুমন, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক জাকির হোসেন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদাউসসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা কারাগারের কর্তৃপক্ষ, সাংবাদিকবৃন্দ।
শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কারা মসজিদের পেশ ইমাম মাও. মো. কবির উদ্দিন।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১০ : ৪৯ পিএম, ১৯ জুন ২০১৭, সোমবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur