চাঁদপুর জেলা ছাত্রদলের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে শহীদ জিয়া ছাত্রাবাসে রোববার সন্ধায় কেক কাটা কর্মসূচি পালন করা হয়।
কেক কাটার পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল গাজী বাহার।
কলেজ ছাত্রদলের সভাপতি জিয়াউর রহমান সোহাগের সভাপেিত্ব ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাকিলের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝি, সাবেক সমাজ সেবক বিষয়ক সম্পাদক সামছুল আরেফিন, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম ইমান, শহর ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটোয়ারী, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান মিসু, ফজলুর রহমান, রাজন দাস, হিমন খান, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান সজিব, মহিউদ্দিন মাঝি, সোহেল গাজী, হান্নান মিজি, রুবেল হোসেন, সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ, শহীদ জিয়া ছাত্রবাস ছাত্রদলের সভাপতি ইউসুফ আলী মজুমদার, সাধারণ সম্পাদক ওমর ফারুক (সিয়াম)।
শরীফুল ইসলাম, স্পেশাল করেসপন্ডেন্ট
।। আপডেট : ০৯:৪৭ পিএম, ০৩ জানুয়ারি ২০১৫, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur