চাঁদপুর

চাঁদপুর কলেজে বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

চাঁদপুর জেলার প্রচীনতম বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে রবিবার (১০ জানুয়ারি) সকাল ১১ টায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়।

সকাল ১১ টায় শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে এক অনলাইন সেমিনার (ওয়েবিনার) অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সেমিনার কমিটির আহবায়ক প্রফেসর মো.আজিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।

প্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাস বিভাগের প্রভাষক মেহেদী আরিফ। শিক্ষক পরিষদের যুগ্ম-সম্পাদক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো.সাইদুজ্জামানের সঞ্চালনায় সেমিনার আলেচনায় অংশগ্রহণ করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাছান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক মো.ওয়াহিদুজ্জামান।

প্রেস বিজ্ঞপ্তি, ১০ জানুয়ারি ২০২১
এজি

Share