কম্পিউটার গ্যালারি ইনস্টিটিউটের নতুন ল্যাবের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া বৃহস্পতিবার (৭ এপ্রিল) বাদ আছর অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শাহ আলম।
দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের পরিচালক রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আলমগীর হোসেন বাহার ও গন্ডামারা ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান হামিদী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মমিনপাড়া ভূঁইয়া বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মো. মাকসুদুল আলম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, দৈনিক চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক ইব্রাহিম খলিল, দৈনিক মতলবের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ, চাঁদপুর টাইমসের প্রধান বার্তা সম্পাদক মুসাদ্দেক আল-আকিব, দৈনিক ইলশেপাড়ের চীফ রিপোর্টার এসএম সোহেল, আইটি ইনচার্জ মোস্তফা কামাল খান সুজন, দৈনিক চাঁদপুর প্রবাহের স্টাফ রিপোর্টার শরীফুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, চাঁদপুর সরকারি কলেজ গেট নাজির পাড়া রোডে কম্পিউটার গ্যালারী ইনস্টিটিউটের নতুন ল্যাবরুমের উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটি ২০১০ সাল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন ট্রেডে তথ্য প্রযুক্তি বিষয়ে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে আসছে।
: আপডেট ৯:২৩ পিএম, ৭ মার্চ ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur