চাঁদপুর কমিউনিটি পুলিশিং অঞ্চল -৬ কমিটির আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদক প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচাজ ( ওসি) মোঃ ওয়ালী উল্লাহ।
তিনি বলেন, মানুষ শান্তিতে থাকতে চায়।আমরা চাই তাদের শান্তিতে রাখতে। আর শান্তির পরিবেশ তৈরি করতে পুলিশকে সার্বিক সহযোগিতা মহল্লাবাসির করতে হবে। আর আমরা চেষ্টা করবো যাতে আপনারা রাতে দরজা খুলে ঘুমাতে পারেন। তিনি আরো বলেন, মহল্লায় আইন শৃঙ্খলা ভালো রাখতে সকলে ঐক্যবদ্ব কাজ করুণ। পুলিশকে সহযোগিতা করতে হবে আপনাদের স্বার্থে।
অঞ্চল-৬ এর সভাপতি কাজী শাহদাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ( তদন্ত) মো. মহিউদ্দীন, কমিউনিটি পুলিশিং অফিসার মনির আহম্মেদ, পৌর কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল, সহ- সভাপতি অধ্যাপক মোঃ, শোহেব, সাধারণ সম্পাদক শাহেদুল হক মোর্শেদ, মহিলা সম্পাদিকা মাহমুদা খানম, নাঈমা মোশারফ, তরুণ মজুমদার প্রমুখ। উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং ৮ নং উপদেষ্টা কাউন্সিলর মোঃ নাছির চোকদার,আবুল কালাম তালুকদার, হাজী মোঃ সাইদুর রহমান, মোঃ শাহবুদ্দিন মাঝী, মোঃ জাহেদুর রব জাহেদ, সফিকুল ইসলাম, মানিক কর্মকারসহ স্হানিয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আনোয়ারুল হক