চাঁদপুর

চাঁদপুর কমিউনিটি পুলিশিংয়ের পরিচিতি সভা

চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং কমিটি অঞ্চল ১২ এর পরিচিতিসভা বিকেলে শহরের স্টেডিয়াম রোডের ড্যাফডিল স্কুল প্রাঙ্গনে সোমবার (০৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

সভপতিত্ব করেন নবগত কমিটির সভাপতি ড্যাফডিল স্কুলের অধ্যক্ষ মোঃ নূর খান।

কমিউনিটি পুলিশিং অফিসার চাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার মনির আহমেদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ এসএম দেলওয়ার হোসেন, মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রহমান, জেলা কমিউনিটি পুলিশিংয়ের ভারপ্রাপ্ত সভাপতি জিএম শাহাবুদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অঞ্চল ১২’র উপদেষ্টা ইকরাম চৌধুরী, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক বাবুল শেখ, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ও অঞ্চল ১২’র উপদেষ্টা হাবিব দর্জী।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন নবাগত কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর মজিবুর রহমান।

আলোচন সভা শেষে নবাগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্যদেরকে পরিচয় করিয়ে দেয়া হয়।

কার্যকরী কমিটির সদস্যরা হলেনঃ সভাপতি অধ্যক্ষ মোঃ নূর খান, সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিলন, প্রভাষক মোশারফ হোসেন লিটন, মাহমুদ আহমেদ মিঠু, সাধারণ সম্পাদক প্রফেসর মজিবুর রহমান, যুগ্ম সম্পাদক শরীফ মোহাম্মদ আশ্রাফুল, কাজী মাঈনুল হক জীবন, গোলাম মর্তুজা চৌধুরী আপেল, মহিলা সম্পাদিকা রেবেকা সুলতানা বকুল, অর্থ সম্পাদক প্রফেসার মামুনুর রশিদ, সহ-অর্থ সম্পাদক কবির হোসেন ভূঁইয়া, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক হেলাল আহমেদ, প্রচার সম্পাদক সাংবাদিক মিজান লিটন, সহ-প্রচার সম্পাদক আবু তাহের আখন, নির্বাহী সদস্য সোহেবুর রহমান, শেখ মহসীন, সোলেমান গাজী, মাসুদ পারভেজ বাবু পাটওয়ারী, সুলতান ভূঁইয়া, মমিনুল ইসলাম, সেলিম পাটওয়ারী, জিয়াউল আমিন দিপু, পারভেজ দেওয়ান, সাইফুল আলম, আবু তাহের আখন, অ্যাড. শাহাদাত হোসেন।

।। আপডেট : ১১:২২ পিএম, ০৪ জানুয়ারি ২০১৫, সোমবার
ডিএইচ

Share