চাঁদপুর ও হাইমচরে দুটি অর্থনৈতিক অঞ্চল করা হবে: শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্যে আমরা শান্তিমতো বসবাস করতে পারছি এবং উন্মুক্তভাবে কথা বলার সুযোগ পেয়েছি। আজকে থেকে গত ২০২৪-এর ৫ আগস্টের পূর্বে আমরা ঠিকমতো ঘরে ঘুমাতে পারিনি। গত ১৫ বছরে চাঁদপুরে তেমন কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে আপনারা জানেন, চাঁদপুর-হাইমচরে চলাচলের যে প্রধান রাস্তাটি রয়েছে, তার অবস্থা খুবই বেহাল। আগামীতে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তাহলে এই রাস্তাটিকে প্রশস্ত করা হবে। পাশাপাশি চাঁদপুর-হাইমচর মেঘনা নদীর পাশ দিয়ে একটি রিভার ড্রাইভ সড়ক তৈরি করা হবে। চাঁদপুর ও হাইমচরে দুটি অর্থনৈতিক অঞ্চল করা হবে।

রোববার (২৩ নভেম্বর ২০২৫) বিকেলে ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকাস্থ চাঁদপুর ও হাইমচরবাসীর মতবিনিময় সভায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আপনারা জানেন আগামী বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। আপনারা যারা ঢাকায় বসবাস করছেন চাঁদপুরের ভোটার, চাঁদপুর ও হাইমচরে যে ৫ লাখ ২২ হাজার ভোটার রয়েছে, তাদেরকে আপনারা কেউ না কেউ কোনো না কোনোভাবে প্রতিনিধিত্ব করেন। আপনারা নির্বাচনী এলাকায় যাবেন এবং ধানের শীষে ভোট দিতে জনগণকে উদ্ধুদ্ধ করবেন, নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন। আপনারা কেউই এ নির্বাচনটাকে সহজভাবে নেবেন না। নির্বাচনটা অনেক কঠিন হবে। বিশেষ করে চাঁদপুরে ৩৩ শতাংশ তরুণ ভোটার রয়েছে। এর মধ্যে প্রায় ২০ শতাংশ ভোটার ধানের শীষ মার্কায় ভোট দিবে। তাদের সঙ্গে আমি যখন কথা বলি তারা বিষয়টি তখন পজিটিভলি নেয়।

ঢাকায় বসবাসকারী যে সকল ভোটার রয়েছেন আপনারা পরিবার পরিজন নিয়ে এলাকায় যাবেন। ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্যে কাজ করবেন। নারী ও তরুণ ভোটারদের ধানের শীষের পক্ষে আকৃষ্ট করতে হবে। চাঁদপুরের পাঁচটি আসনে যদি ধানের শীষ জয়ী হয়, চাঁদপুরবাসীকে উন্নয়নের জন্যে চিন্তা করতে হবে না। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে পর্যায়ক্রমে সমস্যাগুলোর সমাধান হবে। তিনি ঢাকাস্থ চাঁদপুরবাসীকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, ইনশাল্লাহ বিজয় আমাদের হবে।

ঢাকাস্থ চাঁদপুর-হাইমচরবাসীর উদ্যোগে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আবুল কালাম আজাদ।

আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক এমপি রাশেদা বেগম হীরা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল উদ্দিন চৌধুরী ও কেন্দ্রীয় নেতা আবু তাহের পাটোয়ারী। আরো বক্তব্য রাখেন তেজগাঁও থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আজাদ খান, বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ব্যবসায়ী নুরুল ইসলাম খান, মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, চাঁদপুর জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক আলহাজ্ব মো. আজহার উদ্দিন মিয়া, জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি ঢাকা স্পোর্টস ব্যবসায়ী নেতা আলহাজ্ব মো. আবুল কালাম জমাদারসহ ঢাকাস্থ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মঞ্চে উপবিষ্ট ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিনুল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝিসহ ঢাকা ও চাঁদপুরের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী।

এদিন দুপুর থেকে ঢাকায় বসবাসকারী চাঁদপুর ও হাইমচরের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। এ সময় ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ এক বিএনপিকে দেখা যায়। ‘মানিক ভাই ধানের শীষ’ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল।

স্টাফ করেসপন্ডেট/
২৫ নভেম্বর ২০২৫