‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে চাঁদপুর পৌরসভার ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের আইন-শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং অস্থায়ী কার্যালয় উদ্বোধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়ারলেস মোড়ে বিট পুলিশিংয়ের অস্থায়ী কার্যালয়টি প্ধান অতিথি হিসেবে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন,চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার।
এ সময় তিনি বলেন,আমরা যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছি, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে ন্যায় বিচার পরায়ন করা।তাই সাধারণ জনগণের কাছে আইনি সেবা পৌঁছে দিতে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতেই এই বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে।
আমাদেরও অনেক বাধ্যবাধকতা,জবাদিহিতা রয়েছে। তাই আপনারা যারা আমাদেরকে বিভিন্ন অপরাধ মূলক তথ্য দিবেন, বা দিয়ে আসছেন, সেই তথ্যটা কতটুকু সঠিক সে বিষয়েও আমাদের যাচাই বাচাই করে আইনী ব্যবস্থা নিতে হয়। তথ্য দেয়ার পর যে কোন তথ্য ফেলে রাখা আমাদের কোন সুযোগ নেই। আমরা যাচাই বাচাই করে তারপর আমাদেরকে ব্যবস্থা নিতে হয়।
তিনি বলেন,বিট পুলিশিং এর মাধ্যমে মাদক কিশোর গ্যাং ইভটিজিং এসব বিষয়েও সকলকে এগিয়ে আসতে হবে। যারা উঠতি বয়সী তাদেরকে রাস্তাঘাটে দেখলে আমরা ব্যবস্থা নিবো। যারা উঠতি বয়সী তারা রাস্তাঘাটে নয়, তারা থাকবে পড়ার টেবিলে।
তিনি আরো বলেন, আমি আশা করছি বিট পুলিশিংয়ের মাধ্যমে কমিউনিটি পুলিশ সদস্যরাও তাদের টহল বাড়িয়ে দিবে। পাশাপাশি মাদকের যেকোন বড় বড় তথ্যগুলো আমাদেরকে জানাবেন।
চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে ও চাঁদপুর মডেল থানার এস আই পলাশ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযুদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ, চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোঃ সালাউদ্দিন জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আলমগীর গাজী, বিডি কারেন্ট নিউজের সম্পাদক ও প্রকাশক শেখ মহসিন, ১৩ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুলতান, ছাত্রলীগ নেতা কাকন গাজী প্রমুখ।
প্রতিবেদক:কবির হোসেন মিজি,১৯ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur