চাঁদপুর

চাঁদপুর ওয়ারলেছ মোড়ে স্বাধীনতা ভাস্কর্যের নকশা উন্মোচন

‎Tuesday, ‎12 ‎May, ‎2015  2:48:11 PM

স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর:
চাঁদপুর ওয়ারলেছ বাজার মোড়ে স্বাধীনতা ভাস্কর্য ভিত্তি প্রস্তর ও নকশা উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় স্বাধীনতা ভাস্কর্যেল নকশা উন্মোচন করেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন, পুলিশ সুপার আমির জাফর, চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ,

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন গাজী বিল্লাল, পৌর সচিব আবুল কালম ভূইয়া, সহাকারী প্রকৌশলী আশুতোষ দত্ত। উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন, মুক্তিযোদ্ধা সিরাজ বরকন্দাজ, চাঁদপুর পৌর প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালী, হুমায়ুন কবির, কাউন্সিল ডি এম শাহজাহান, শাহ আলম বেপারী, খান বাহাদুর, আলমগীর দর্জি প্রমুখ।

চাঁদপুর টাইমস/ডিএইচ/এএস-2015

Share