Home / চাঁদপুর / চাঁদপুর ওয়ারলেছে ভয়াবহ অগ্নিকাণ্ড
Agun
প্রতীকী ছবি

চাঁদপুর ওয়ারলেছে ভয়াবহ অগ্নিকাণ্ড

চাঁদপুর শহরের ওয়ারলেছ এলাকায় বৈদ্যুতিক সর্টসার্কিটে ওয়ার্কসপে অগ্নিকাণ্ডে যন্ত্রপাতিসহ সকল মালামাল পুড়ে ছাই হয়েগেছে। শনিবার (১৪ নভেম্বর)  রাত সাড়ে ১২টার দিকে ওয়ারলেছ মোড় চাঁদপুর-রায়পুর সড়কের পূর্ব পাশে মতিন মৃধার গাড়ীর ওয়ার্কসপে এই ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে প্রায় ৩লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ওয়ার্কসপের মালিক দাবি করেন।

ফায়ার সার্ভিস চাঁদপুর উত্তর অফিস থেকে জানায়, রাত ১১টার দিকে ওয়ার্কসপটি বন্ধ করে মালিক শ্রমিক চলে যায়। রাতে পাহারাদার থাকার কথা থাকলেও ছিলো না। বন্ধ ওয়ার্কসপের ভিতর থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত।

চাঁদপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স (উত্তর) এর স্টেশন মাষ্টার আঃ আলিম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষনিক আমরা ঘটনাস্থলে পৌঁছি। প্রায় ৪০মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ওয়ার্কসপে থাকা রংসহ বিভিন্ন মামলাল পুড়ে যায়। এতে প্রায় ৩লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

স্পেশাল করেসপন্ডেন্ট ।।  আপডেট: ০১:৪৫ পিএম, ১৫ নভেম্বর ২০১৫, রোববার

ডিএইচ